ঢাকা ও গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত

বাংলাদেশের রাজধানী ঢাকায় ও উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিবিসিকে জানিয়েছেন মালঞ্চা গ্রামে বুধবার মধ্য রাতে গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও মি. হকের দাবি ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জেএমবির একজন সদস্য।

তিনি বলেন গোপন সূত্রে জেএমবি সদস্যদের সংঘবদ্ধ হবার খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে গেলে জেএমবি সদস্যরা গুলি ছোঁড়ে।

প্রসঙ্গত এই গোবিন্দগঞ্জেই গত ২৫শে মে ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামানিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

তখনও পুলিশের পক্ষ থেকে ঘটনার জন্য জঙ্গিদেরই দিকেই ইঙ্গিত করা হয়েছিলো।

Image copyright AFP
Image caption বাংলাদেশে গত এক সপ্তাহে এ পর্যন্ত অন্তত ছয়জন কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলো

পুলিশও পাল্টা গুলি চালায় এবং তখন গুলিতে একজন নিহত হয়।

ওদিকে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঢাকার রামপুরা ও তুরাগ এলাকায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছে।

র‍্যাবের দাবি গতকাল দুপুরে কামাল পারভেজ নামে একজন ছিনতাইকারীকে আটকের পর রাতে তাকে নিয়ে অভিযানে বের হলে তার সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধ হয়।

এতে কামাল নিহত হয়।

অন্যদিকে তুরাগ থানা এলাকায় তল্লাশির সময় একদল ছিনতাইকারীর সাথ র‍্যাবের গুলিবিনিময়ে অপর একজন নিহত হয় বলে জানিয়েছে র‍্যাব। তার নাম জানা যায়নি।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ