লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রান হারালো এসআই

জেলা  প্রতিনিধি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মো. কামাল উদ্দিন (৩৮) নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বিজয় নগর এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে । পরে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরন করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যুর খবরে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, ‘আহত পুলিশের এসআই কামাল হোসেনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাছিম মিয়া রাত সাড়ে ১০টার দিকে পুলিশের এসআই কামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ