অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডিসহ তিন কর্মকর্তা রিমান্ডে

অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খানসহ ব্যাংকের তিন কর্মকর্তাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এই রিমান্ড মঞ্জুর করেন।

মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার মামলায় বৃহস্পতিবার এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ব্যাংকের অপর দুই কর্মকর্তা হলেন অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি নিয়োগ করে।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ