কমলনগরে ইভটিজিং এর দায়ে যুবকের ৩মাস জেল ।

কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে ইভটিজিং এর দায়ে যুবককে ৩মাসের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্য্রট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মোল্লা  (আজ) বুধবার দুপুর ১টায় এ রায় দেন। দন্ডিত শামছুর রহমান স্বপন (২২) চর মার্টিন এলাকার সফিক উল্যাহর ছেলে। হাজিরহাট উপকুল ডিগ্রি  কলেজের এক ছাত্রীকে প্রায়ই উত্তোক্ত (ইভটিজিং) করায় এ সাজা দেওয়া হয়।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ