মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন : ভোলার প্রত্যন্ত অঞ্চলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০৮ এর উদ্যোগে দিনব্যাপি গণসচেতনতা মূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। বুধবার র্যাবের ভোলায় দায়িত্বরত ডিএডি মামুনের নেতৃত্বে ভোলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। লিফেলেটে উল্লেখ আছে, জঙ্গী, সন্ত্রসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও জলদুস্যু সম্পর্কিত তথ্য দিয়ে দেশ ও সমাজ নিরাপদ করুন। এদিকে র্যাবের এই লিফলেট বিতরণে ভোলার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সস্তি দেখা গেছে। বিশেষ করে জেলেদের মধ্যে জলদস্যু নিধনে আশা আকাঙ্খা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ জানান, র্যাব যেভাবে দায়িত্ব পালন করে আসছে তাদেরকে সঠিক তথ্য দিতে পারলে সমাজ থেকে সন্ত্রাসী, জঙ্গী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও জলদস্যু নির্মূল করা সম্ভব হবে। তবে এখানকার জনগণ যেহেতু জলদস্যুদের হাতে বেশিরভাগ জিম্মি, তাই জলদস্যু নির্মূলে র্যাবের একান্ত সহযোগিতা কামনা করেছেন ভোলার সর্বস্তরের জনগণ।
Monday, May 29, 2023