কমলনগরে ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর)সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে মো. নুর নবী (৪৫) নামে এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার চর কাদিরা গ্রামে নিহতের বাড়ির একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ সাইফ উল্লাহ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুর নবী ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। সে স্থানীয় জয়নাল কোম্পানীর ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মানিক বড়ূয়া জানান, রাতে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ