ভোলা প্রতিনিধি ॥ ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড নলগোড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ভাবে ২টি জুমা মসজিদ ও ১টি পাঞ্জেখানা মসজিদের মুসল্লিরা উত্তর পশ্চিম নলগোরা বাইতুন্নুর জামে মসজিদের পশ্চিম পাশে এবং বেলদার বাড়ির দরজার পাঞ্জেখানা মসজিদের সামনের আবদুল হাই (মুন্সি) ও পারুল বেগমের স্বামী পরিত্যক্তা যুবতী মেয়ে জো¯œা বেগম নাইটুর দেহব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দৌলতখান উপজেলা চেয়ারম্যান বরারব লিখিত আবেদন দিয়েছেন। গত ০৫/১২/২০১৬ইং তারিখের মুসল্লিরা উপজেলা চেয়ারম্যান লিখিত আবেদন দিয়েছেন। লিখিত আবেদন পেয়ে উপজেলা চেয়ারম্যান দৌলতখান থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন। মুসল্লিদের লিখিত আবেদন সূত্রে জানা গেছে, আব্দুল হাই মুন্সি ও তার স্ত্রী পারুল বেগমের সহযোগিতায় তাদের যুবতী মেয়ে নাইটু বেগম অবৈধ ভাবে দেহ ব্যবসা চালিয়ে আসছে। ইতিমধ্যে তাহার একাধিক বিবাহ হলেও স্বামীর সংসার ছেড়ে বাড়িতে এসে পিতা মাতার সহযোগিতায় নির্বিগ্নে দেহ ব্যবসা চালিয়ে আসছে। তার পিতা মাতা দরিদ্র থাকার কারনে স্থানীয় লোকজনের সহযোগিতায় গত ঈদ-উল আযাহার এক সপ্তাহ পর সর্বশেষ ঢাকায় চাকরিরত জনৈক জাহাঙ্গির আলম এর নিকট তাকে বিবাহ দেওয়া হয়। স্বামী জাহাঙ্গীর আলম ঢাকায় নিয়ে গেলে এক মাস থাকার পর হঠাৎ সেখান থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে এসে পিতা মাতার সহযোগিতায় আবার দেহ ব্যবসা শুরু করে। স্বামী জাহাঙ্গীর আলমের চাপের মুখে ১০-১৫ দিন পর আবার ঢাকায় গিয়ে উঠে। সেখানে ১০-১৫ দিন থাকার পর বাসা থেকে টাকা পয়সা ও গুরত্বপূর্ন মালামাল নিয়ে পালিয়ে এসে ভোলায় একটি ভাড়া বাসা নেয়। গোপন ঐ বাসায় পিতা-মাতার সহযোগিতায় স্থানীয় বেশকিছু যুবক ও অন্যন্য ব্যাক্তিদের প্রতিনিয়ত দেহ ব্যবসা করে আয় রোজগার করে তাদের সংসার পরিচালনা করছে। এক সময়ে দোচালা খেরের ঘর থাকলেও এখন তা চৌচালা টিনের ঘর। এমনকি মেয়ের দেহ ব্যবসার আয় রোজগারের কারনে খুশি হয়ে পিতা-মাতার নামের সামান্য জমিটুকু মেয়ের নামে রেজিষ্ট্রারি করে দিয়েছে। তাদের দেহ ব্যবসার ফলে এলাকার সমাজ ব্যবস্থা দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা জরুরী ভাবে দেহ ব্যবসায়ী নাইটু বেগম ও তার পিতা মাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৌলতখানে পিতা-মাতার সহযোগিতায় যুবতী মেয়ের দেহব্যবসা ॥ এলাকাবাসীর ক্ষোভ
Thursday, June 8, 2023