বীর প্রতিক তারামন বিবি গুরুতর অসুস্থ !

মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম : স্বাধীনতা যুদ্ধের বীর লড়াকু সৈনিক রাজিবপুরের গর্ভ বীর প্রতিক তারামন বিবি গত কয়েক দিন থেকে বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার তিনি রংপুর সিএইচএম এর ডাক্তার কর্নেল দেলোয়ার হোসেন এর নিকট থেকে এবং বুধবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলামের নিকট চিকিৎসা নিয়েছেন। ২ জনেই তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। বর্তমান তার উন্নত চিকিৎসার প্রয়োজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার সাথে সাক্ষাৎ করে বিষয়টি জানা গেছে। বীর প্রতিক তারামন বিবি জানান,ডিসেম্বর মাস আসলেই তার ২টি কথা মনে পড়ে। একটি হল স্বাধীনতা যুদ্ধের কথা আরেকটি তার মায়ের মৃত্যুর কথা। ১ ডিসেম্বর তার মায়ের মৃত্যু বার্ষিকী। সে জন্য অসুস্থ্য থাকা সত্ত্বেও মায়ের নামে কিছু খরচ করবেন বলে হাসপাতালে ভর্তি হননি। তিনি জানান,এজমা ছাড়াও তার প্রচন্ড মাথা ব্যাথা,ঘাড় ও কোমড় ব্যাথা  এবং মুঘের ঘাঁয়ে অত্যন্ত কষ্ট পাচ্ছেন। যে ঠান্ডা পড়েছে, এবার বেঁেচ থাকতে পারবেন কিনা তিনি সন্দেহ হান। তিনি ঢাকা সিএইচএমে ভর্তি হতে চান। এ ব্যাপারে  সরকার  যেন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ