শুরু হলো গৌরবোজ্জ্বল বিজয়ের মাস

প্রয়াস বার্তাকক্ষ : বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন গৌরবোজ্জ্বল বিজয়ের ডিসেম্বর মাস শুরু হয়েছে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়। পৃথিবীর মানচিত্রে ফুটে উঠে আরেকটি নাম বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে পুনর্জাগরণের জন্য প্রতিবছর ডিসেম্বর আসে স্বজন হারানোর বেদনা আর বিজয় আনন্দের সংস্পর্শে। সবার চেতনায় ধ্বনিত হয় মুক্তিযুদ্ধের বিজয়গাঁথার স্মৃতিচারণ আর বীর শহীদদের প্রতি শ্রদ্ধাবনত ভালোবাসা। আজ বিজয়ের মাসের প্রথম দিন।

মুক্তিবাহিনীর গেরিলাদের আক্রমণ ১ ডিসেম্বর আরও তীব্রতর হতে থাকে। এদিন সিলেটের শমশেরনগরে আক্রমণ চালিয়ে টেংরাটিলা ও দোয়ারাবাজার শত্রুমুক্ত করে। গেরিলা অপারেশনের মুখে সিলেটের গ্যারা, আলীরগাঁও ও পিরোজপুর থেকেও ব্যারাক সরিয়ে নিতে বাধ্য হয় পাকিস্তানিরা।

নিরঙ্কুশ বিজয়ের স্বারক ডিসেম্বর মাস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ