শেরপুরে “তারুণ্য” কর্তৃক শীতবস্ত্র বিতরণ

রাকিবুল হাসান রাজুঃ শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলাস্থ বেশ কয়েকটি গ্রামে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ময়মন সিংহের তরুণ শিক্ষার্থীদের গড়ে তোলা সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।

শুক্রবার সকালে উপজেলার কাংশা,গুরুচরণদুধময়, রাংটিয়া, জামতলী, নওকুচি, গারোপারা, বাঁকাকুড়া, তাওকুচাসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত কার্যক্রমে প্রায় ২০০ এর অধিক কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

পাশাপাশি প্রত্যক্ষভাবে সংগঠনের পক্ষ থেকে  সর্বোচ্চ সহযোগিতা করেছেন প্রত্যয় পাল, আল মাকসুদুল হাসান, মাজহার রক্সি , মমিনুর রহমান, মিঠুন সরকার মিঠু , বিপুল কুমার সুপ্ত , নাঈম প্রিয়ম , নাসির হোসেন,  সৈয়দ মোস্তাফিজুর রহমান , ওবাইদুল হক , হিমেল হাদিউজ্জামান, বাদশা অর্পন প্রমুখ ।

তন্মধ্যে আল মাকসুদুল হাসান উক্ত কার্যক্রমে সার্বিকভাবে সাহায্য করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আরো জানান, “প্রতিনিয়ত জীবনের সাথে লড়ে যাওয়া সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে যে কোনো উপায়ে দাঁড়ানো ‘তারুণ্য’ এর মূল উদ্দেশ্য। সে তাড়না থেকেই এই শীতে কিছুটা উষ্ণতার যোগান দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পাশাপাশি ইচ্ছে আছে প্রতি বছরেই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার।”

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ