প্রয়াস নিউজ,তজুমদ্দিন, ভোলা : আর কত বয়স হলে ভাতা পাবেন বিধবা ছলেমা খাতুন শীর্ষক সংবাদ ২১ জানুয়ারী অনলাইন পত্রিকায় এফএনএসে প্রকাশিত হয়। সংবাদটি নজরে পড়লে ওই বিধবাকে খুঁজে এনে সহায়তার হাত বাড়িয়ে দিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার জালালউদ্দীন। তিনি গতকাল বিধবা ছলেমাকে তাৎক্ষনিক ৫০ কেজি চাল, দুটি কম্বল ও নগদ টাকা প্রদান করেন। এছাড়া বয়স্ক ভাতার কার্ড ও আশ্রয়নে একটি ঘরের দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দেন। এসময় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও শম্ভুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্জ ফজলুল হক দেওয়ান, চাচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী প্রমুখ। নির্বাহী অফিসারের সহায়তা পেয়ে আর ভিক্ষা করবেন না বলে জানান ৮০ বছর বয়সী বিধবা ছলেমা খাতুন।
Tuesday, May 30, 2023