কমলনগরের চৌধুরী বাজারে একটি দোকান পুড়ে ছাই

কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিন চর মার্টিন চৌধুরী বাজারে বৈদ্যতিক সর্ট সার্কিটে আগুন লেগে একটি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার দিবাগত রাতে।
দোকান মালিক নুর হোসেন জানায়, আমি আমার টেলিকম এন্ড পাউকারী সেল্স এর দোকানটি প্রতিদিনের ন্যায় গতকাল রাতেও বন্ধ করে দোকানের ভিতরেই ঘুমিয়ে পরি। বাজারের নৈশ প্রহরী আগুন দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে ঘুম থেকে ডেকে উঠায়। নুর হোসেনের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে দোকানের একটি কম্পিউটার, ল্যাপটপ, স্যামসাং গ্ল্যাক্সী টাচ মোবাইল, বিকাশের ৩টি সিম সহ পুড়ে প্রায় লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়। সে আরও জানান, উদ্দিপন এনজিও এর নিকট থেকে লোন নিয়ে ব্যাবসাটি চালায়। বর্তমানে লোনের টাকা পরিশোধ করতে তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এমতাবস্থায় সরকারি সহায়তাও এনজিও সংস্থাকে এবং সমাজের বৃত্তবানদেরকে তার পাশে দাড়ানোর অনুরোধ জানায় ।

আরও পড়ুন

Tuesday, May 30, 2023

সর্বশেষ