জ্বালানি তেলের দাম কমছে না

প্রয়াস নিউজ,ঢাকা: আপাতত দেশে জ্বালানি (অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিন) তেলের দাম কমছে না বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশ্ব বাজারে হঠাৎ তেলের দাম বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, “বিশ্ব ব্যাংক আভাস দিয়েছে, আগামী বছরও তেলের দাম বাড়তে পারে।”

এর আগে গত ২৮ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা জানুয়ারিতেই কার্যকর করা হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “জ্বালানি তেলের দাম দুই ধাপে কমানোর কথা ছিল, সরকারের কাছে অনুমতির জন্য প্রস্তাবও পাঠানো হয়েছিল। কিন্তু হঠাৎ করে বিশ্বে তেলের দাম বেড়ে গেছে। এ কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।”

গত দুই বছর ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমায়নি সরকার। সবশেষ গত বছরের ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমানো হয়। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা এবং অকটেনের দাম ৮৯ ও পেট্রলের দাম হবে ৮৬ টাকায় নামিয়ে আনা হয়।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ