প্রয়াস নিউজ : অবশেষে ঢাকায় দেখা মিলেছে উদাও হয়ে যাওয়া নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। অপু জানান, অনেকদিন পর ফিরেছি তাই বেশ কিছু কাজ গুছাতে হচ্ছে। আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করবো। তখন সবই জানাবো এতদিন কোথায় ছিলাম, কেন ছিলাম।’
তিনি বলেন, ‘আমাকে নিয়ে এতদিন যারা নানা খবর ও কথা রটিয়েছেন তাদের দাঁত ভাঙা জবাব পাবার সময় হয়ে এসেছে। আর আমি মার্চ থেকে আবারো শুটিংয়ে ফিরবো।’
অপু আরো বলেন, ‘পাশাপাশি আমি ক্ষমা চাচ্ছি আমার এই অন্তর্ধানের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি। বাধ্য হয়ে আমাকে এতোদিন দেশের বাইরে থাকতে হয়েছিলো। সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বোঝতে পারবেন। শিগগিরই দেখা হবে।