ভোলা প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলার সরকারী ফজিলাতুন্নেসা বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ অহিদউল্যাহ জসিম। দিনভর বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হওয়ার পর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পর্ণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক আলহাজ্জ মোঃ ইউনুস মাষ্টার। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাদপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাসিরউদ্দিন, চাদপুর মডেল সরঃ প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক মিতালী দত্ত, প্রেসক্লাব সভাপতি হেলালউদ্দিন সুমন, সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, তজুমদ্দিন পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান মিজানুল কবির, অবসর প্রাপ্ত পুলিশ বেল্লাল হোসেন, সরকারী স্কুলের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, বেল্লাল হোসেন, মোঃ শাহিন, এনায়েত হেসেন, বিশিষ্ট ব্যসায়ী আবুল হাসেম,সমাজ সেবক মোঃ ইদ্রিস মিয়া, ইমদাদ উল্যাহ লোকমান প্রমুখ। বক্তব্য শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাজে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Monday, May 29, 2023