নিরপেক্ষ ব্যক্তিকেই সার্চ কমিটির প্রধান বানাবেন রাষ্ট্রপতি

প্রয়াস নিউজ,ঢাকা: গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের (ইসি) জন্য সার্চ কমিটির প্রধান হিসেবে মহামান্য রাষ্ট্রপতি যাকে নিয়োগ দেবেন তিনি নিরপেক্ষই হবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর নিজ কার্যালয়ে বাংলাদেশে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত জুলিয়া নিবলেটের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘‘সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা গিয়েছিলাম। সার্চ কমিটির প্রধান হিসেবে আমরা কারো নাম প্রস্তাব করিনি।’’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘‘বিএনপি সার্চ কমিটির প্রধান হিসেবে সুনির্দিষ্ট একজনের নাম প্রস্তাব করেছে। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে এ ব্যাপারে কোনো কথা হয়নি। তবে ওবায়দুল কাদের যে কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কথা এখনো অস্বীকার করেননি।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ