পেঁয়াজ রসুনসহ আরো ১১ পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক

প্রয়াস নিউজ,ঢাকা: নিত্যপণ্য পেঁয়াজ রসুনসহ ১১টি পণ্যের মোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব‌্যবহার বিধিমালায় এসব পণ্য যুক্ত করে গেজেট জারি করেছে সরকার।

আইন অনুযায়ী পণ‌্যের ওজন ২০ কেজির বেশি হলে এ নিয়ম প্রযোজ‌্য হবে।

২০১৫ সালের ১৭ ডিসেম্বর ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এবার আরো ১১টি পণ্য যুক্ত হলো।

নতুন সংযুক্ত অন্যান্য পণ্য হলো- আদা, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুড়া।

পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ২০১০ সালে পণ্যের মোড়কে পাটের ব্যাগ ব‌্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়। এ আইন অমান্য করলে দণ্ডের বিধানও রয়েছে।

আরও পড়ুন

Saturday, May 27, 2023

সর্বশেষ