নিউজ ডেস্ক,ঢাকা: পাঁচ দিনের সফরে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (ইওয়াই-০৭৩) সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নিতে বর্তমানে তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন।
সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টা ৬ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৬ মিনিট) জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি শামীম আহসানসহ সুইজারল্যান্ড সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, গত রোববার (১৫ জানুয়ারি) রাত ১০টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুরিখের উদ্দেশে রওয়ানা হন তিনি।
ওই সময় বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনী প্রধানগণ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপ্লোমেটিক কোরের ডিন প্রধানমন্ত্রীকে বিদায় জানান।