বেগমগঞ্জে ককটেল,গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ২

প্রয়াস নিউজ,নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে র‌্যাব-১১ অভিযান চালিয়ে মো. শাহজাহান (৩০) ও জুয়েল রানা (২৪) নামের দুই যুবককে গ্রেফতার করেছে। র‌্যাব এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৩টি ককটেল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে তালিবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ওই গ্রামের মোল্লা বাড়ীর রেজাউল হকের ছেলে মো. শাহজাহান ও একই গ্রামের ছাত্তার মিয়ার বাড়ীর ইসমাইল হোসেনের ছেলে জুয়েল রানা।
র‌্যাব জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্তের নেতৃত্বে তালিবপুর গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহানের বাড়ীতে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে ধাওয়া করে ৯০পিস ইয়াবা’সহ গ্রেফতার করে। পওে তার তথ্যেও ভিত্তিতে র‌্যাব-১১ একই এলাকার ছাত্তার মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ১ রাউন্ড গুলি’সহ সন্ত্রাসী জুয়েল রানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়েল রানার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলার দায়ের করেছে র‌্যাব।

আরও পড়ুন

Tuesday, May 30, 2023

সর্বশেষ