ব‌রিশা‌লে বা‌স চাপায় নারী নিহত

প্রয়াস নিউজ ব‌রিশা‌ল : ব‌রিশা‌লের উ‌জিরপু‌র উপ‌জেলায় যাত্রীবা‌হী বা‌সের নিচে চাপা পড়ে সন্ধ্যা রাণী হালদার (৪৫) নামে এক নারী নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার রাত সা‌ড়ে ৭টার দি‌কে উপ‌জেলার নতুন শিকারপু‌র এলাকার ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।
জানা যায়, রাতে সন্ধ্যা রাণী উপ‌জেলার বামরাইল ইউ‌নিয়‌নের ধামসার এলাকা থেকে  বাড়িতে ফিরছিলেন। এসময় শিকারপুর এলাকার ঢাকা-ব‌রিশাল মহাসড়ক পার হ‌ওয়ার সময় সাকুরা প‌রিবহ‌নের একটি যাত্রীবা‌হী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উ‌জিরপুর ম‌ডেল থানার উপ পরিদর্শক (এসআই) লুৎফর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ