ভোলায় ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের সংগঠনে নিস্ক্রিয়তা

ভোলা প্রতিনিধি :  সরকারি দল আওয়ামীলীগের ঐতিহ্যবাহি ছাত্রলীগের তৃণমুল সংগঠনের নেতা কর্মীরা দিন দিন নিস্ক্রিয় হয়ে পরেছে। সরকারি দলে থাকা সত্ত্বেও দু- একটি জায়গা ছাড়া তাদের কোন কার্যক্রম চোখে পরছেনা। অনেকে মান অভিমান কেউ আবার সংগঠনে প্রত্যাশিত পদ না পেয়ে কার্যক্রম থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। তবে ছাত্রলীগের সংগঠনের তৃণমুলের কর্মিরা নিস্ক্রিয়তার জন্য দায়ীত্বশীল নেতা কর্মিদের দায়ী করেছেন।  অনুসন্ধানে জানা গেছে, আওয়ামীলীগের সরকার দুই ধাপে  আছে। বর্তমান সরকার প্রায় তিন বছরের কাছাকাছি সময় অতিবাহিত করছে। তাই তাদের সকল সংগঠনের নেতা কর্মীরা উজ্জিবিত। কিন্তু গত কয়েক মাস যাবত এসব সংগঠনের নেতা কর্মীরা ঝিমিয়ে পরছে। জানা গেছে, ভোলা সদর উপজেলায় ১৩ টি ইউনিয়নের মধ্যে মাত্র ৪-৫টি ইউনিয়নে ছাত্রলীগের কার্যক্রম চলছে। বিশেষ করে উত্তর দিঘলদী ইউনিয়ন ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগের কার্যক্রম হরহামেশাই চোখে পরছে। বাকি ইউনিয়নে তেমন কোন কার্যক্রম চোখে পরছে না। উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম নেতা মোঃ মাঈন উদ্দিন (মাঈন) জানান, আমাদের ইউনিয়নে ছাত্রলীগের নেতা কর্মীরা অনেকটাই স্বক্রিয়। আমরা সংগঠনের সকল কার্যক্রমেই স্বতঃফুত ভাবে অংশ গ্রহন করে আসছি। যদিও মূল সংগঠন থেকে আমরা তেমন কোন সহযোগীতা পাইনি। মাঈন আরো জানায়, সরকারি দলে থাকার কারণে অনেকে আশানুরূপ সুযোগ সুবিধা না পেয়ে মান অভিমান করে আছে। তাদেরকেও বুঝিয়ে শুনিয়ে স্বক্রিয় করার চেষ্টা চালাচ্ছি। ইউনিয়ন ছাত্রলীগ নেতা পাবেল, ইউনুস, রাকিব, আমির হোসেন, শান্ত, রাজিব, রাব্বিসহ কয়েকজন জানান, মাঈন ভাই সংগঠন কে গতিশীল করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তার পরিশ্রমের ফলে উত্তর দিঘলদী ইউনিয়ন ছাত্রলীগের সংগঠন এখন অনেকটাই স্বক্রিয়। তবে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন, উত্তর জয়নগর, দক্ষিণ জয়নগর ও বাংলাবাজার আঞ্চলিক ছাত্রলীগের নেতা কর্মীরা বাংলাবাজারের আওয়ামীলীগ নেতা তরুণ সমাজ সেবক মোঃ কামাল হোসেনের তীক্ষè দুরদর্শীতা ও আন্তরিক সহযোগীতায় বেশ উজ্জিবিত আছে বলে স্থানীয় নেতা কর্মিরা জানান।

আরও পড়ুন

Tuesday, May 30, 2023

সর্বশেষ