রামগঞ্জ প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর বাজারে এক রাতে ১০ দোকানে দুধর্ষ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে। সৃষ্ট ঘটনায় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় চোরের দল ১০ দোকান থেকে নগদ টাকা ও মালামাল সহ ৫লাখ টাকা লুট করে নিয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার আলীপুর বাজারে শনিবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাজারের অথৈ জেনারেল ষ্টোর,মিজান ষ্টোর,নাহার ফার্মেসী, তুসার টেলিকম,মুরাদ ষ্টোর,মাসুদ ষ্টোর,তপদার পান বিতান, মানিক ফার্মেসী,মা ট্রেইলার,মোমিন রেন্টকার সহ ১০টি দোকানের কলাপসিবল গেইট ও দোকানের সার্টারে তালা ভেঙ্গে নগদ টাকা ১লক্ষ ৫হাজার টাকা, প্রয়োজনীয় মালামানও একটি ডিসকভার হোন্ডা সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরের সিন্ডিকেট দলকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
রামগঞ্জে এক রাতে ১০ দোকানে চুরি
Monday, May 29, 2023