রাজধানীর তেজকুনিপাড়ায় ছুরিকাঘাতে কিশোর খুন

প্রয়াস নিউজ,ঢাকা: মহল্লায় শত্রুতার জেরে রাজধানীর তেজকুনিপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার দুপুরে খেলাঘর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত আরো দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আবদুল আজিজ (১৮) তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপের কর্মী। সে নরসিংদীর রায়পুরার বশির হোসেনের ছেলে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুরে প্রতিপক্ষের সাইমুনকে চাকু দিয়ে আঘাত করতে যায় আজিজ। এসময় সাইমুনের চাকুর আঘাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইমুনকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “আমরা এখনো কাউকে গ্রেপ্তার করিনি। অভিযান চালিয়ে খুব দ্রুত গ্রেপ্তার করবো।”

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ