লক্ষ্মীপুরে মেছো বাঘ আটক

প্রয়াস বার্তাকক্ষ : লক্ষ্মীপুরে গত চার দিন ধরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করে রেখেছে স্থানীয়রা। সদর উপজেলার টুমচর গ্রামের একটি বাগানে গাছ কাটতে গিয়ে বাঘটিকে দেখে আটক করেন মনির হোসেন নামের এক ব্যক্তি।

বিষয়টি জানাজানির পর বিরল এ প্রাণীটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান তার বাড়িতে। শুক্রবার দুপুরে  গণমাধ্যম কর্মীদের ডেকে বাঘটিকে সংরক্ষণ করার দাবি জানান এলাকাবাসী।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে স্থানীয় আনায়ারুল হক ডাক্তার বাড়ির বাগানে গাছ কাটতে যায় মনির হোসেন। বাঘটিকে দেখতে পেয়ে কৌশলে আটক করে খাঁচায় বন্দী করেন তিনি।

মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে কালো-হলুদ ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। তবে এ প্রাণিটি কোন প্রজাতির তা জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মোস্তফা আশরাফ বলেন, এধরনের প্রাণী সাধারণত লোকালয়ে আসে না। বাঘটি খাবারের খোঁজে কিংবা দলচ্যুত হয়ে কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে লোকালয়ে ঢুকতে পারে বলে জানান তিনি।

জানার পরও প্রাণীটি সংরক্ষণের ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেয়নি উপজেলা প্রাণীসম্পদ কর্তৃপক্ষ

আরও পড়ুন

Saturday, May 27, 2023

সর্বশেষ