লক্ষ্মীপুরে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিন মজুপুর এলাকা থেকে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী আখি বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পবিার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তবে শ্বাসরোধ করে তাকে হত্যা করার অভিযোগ উঠেছে সৎমা নুর নাহার বেগমের বিরুদ্ধে। নিহত আখি বেগম হাজী আমজাদ পাটওয়ারী ওয়ার্কফ উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও একই এলাকার শহিদ উল্যাহর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে ঘুমান্ত অবস্থায় আখি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর আখি গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করছে বলে এলাকায় প্রচারনা চালায় তার সৎমা নুর নাহার বেগম। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতরে খাট থেকে তার লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ভূইয়া জানান, নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ