সুন্দরবনের জীব-বৈচিত্র্য রক্ষায় ৭৬০ কোটি টাকার প্রস্তাব

খুলনা : সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ও জীব-বৈচিত্র্য রক্ষাসহ চলমান প্রকল্পে ২০১৫-১৬ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অতিরিক্ত ৭৬০ কোটি টাকার প্রস্তাব করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

সম্প্রতি পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর এই প্রস্তাব করেন বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিজনেস মিররকে জানিয়েছেন।

প্রস্তাবে আনিসুল ইসলাম মাহমুদ পরিকল্পনা মন্ত্রীকে জানান, সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ও জীব-বৈচিত্র্য রক্ষায় সুন্দরবনের ভেতর দিয়ে চলাচল করা নৌযান মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করবে। সেই লক্ষ্যে ‘বাগেরহাট জেলার ৮৩টি নদী, খাল পুনঃখনন এবং বিভিন্ন স্থানের পলি অপসারণ করতে হবে। যাতে করে চ্যানেলটির নাব্যতা বৃদ্ধি পায়।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ