স্বজনদের অভিযোগ ডাক্তার টিভি দেখায় মগ্ন, রোগীর মৃত্যু

প্রয়াস নিউজ ডেস্ক : রাজবাড়ী সরকারি সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলার কারণে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে মৃতের স্বজনরা এ অভিযোগ করেন। মারা যাওয়া নুর ইসলাম বানিবহ ইউনিয়নের সরাফাত হোসেন ভুইয়ার ছেলে।

মৃতের ছোট ভাই শাহ আলম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তার বড় ভাই নুর ইসলাম বুকে ব্যথা অনুভব করে। দ্রুত তাকে রাজবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার টেলিভিশন দেখতে ব্যস্ত ছিলেন। বার বার ডাকা সত্ত্বেও তিনি রোগীর কাছে না এসে এক্স-রে করতে বলেন। এক ঘণ্টা পর হাসপাতালে কর্মরত নার্স রোগীর প্রেসার মাপতে আসেন। কিছুক্ষণ পরই মারা যান নুর ইসলাম।

এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স টেলিফোনে জানান, এ ঘটনার পর মৃত ব্যক্তির স্বজনরা একটি লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ