প্রয়াস নিউজ,ঢাকা: ফুটপাতে হকার বসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। রাজধানীতে হকার উচ্ছেদের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল হয়ে আবার পুরানাপল্টনে গিসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ফকিরাপুল পানির ট্যাঙ্কের সামনে পুলিশের বাধা পেয়ে মিছিলটি দৈনিক বাংলা দিয়ে আবার পল্টনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশিম কবির বলেন, ‘‘মেয়র আপনি দেখে যান কারা পেটের দায়ে এখানে আন্দোলন করছে। ফুটপাতের এক চতুর্থাংশ আমাদের গরিব হকারদের দিয়ে দিন।”
সমাবেশে বাংলাদেশ হকার ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াত বলেন, ‘‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয় পুলিশ। তারা বলছে, পুলিশ সপ্তাহ চলছে। আমরা তাদের সহযোগিতা করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’’ এসময় ফুটপাতের এক চতুর্থাংশ হকারদের দিয়ে দেয়ার দাবি জানান তিনি।
অন্যদিকে হকার উচ্ছেদের প্রতিবাদে সোমবার হকার সমন্বয় পরিষদ নামের আরও একটি সংগঠন বিক্ষোভ মিছিল করে।