বোরহানউদ্দিন ইউএনও’র হস্তক্ষেপে পরীক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ

ভোলা প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউএনও মোঃ আব্দুল কুদ্দুসের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী আলমতাজ (১৫)। আলমতাজ উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বজলু হাওলাদারের মেয়ে। সে পশ্চিম কাচিয়া রতনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল কুদ্দুস জানান, আলমতাজের সঙ্গে একই গ্রামের মোঃ আলীর ছেলে সুজনের বিয়ের আয়োজন চলছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কনের বাড়িতে উপস্থিত হন তিনি। তার উপস্থিতি টের পেয়ে বর পক্ষ রাতের আঁধারে বাগানের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর কনের বাবা বাল্যবিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ