ভোলা প্রতিনিধি ॥ ভোলায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. সৈয়দ সাজ্জাদুর রহমান জানান, কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল মঙ্গলবার রাত ২টার দিকে সদর উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় প্রায় ৪শ’ কেজি জাটকা জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত জাটকা আজ বুধবার সকালে উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ড অপারেশন অফিসার আরো জানান, নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। জাটকা সংরক্ষণের লক্ষ্যে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভোলায় ৪শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
Monday, May 29, 2023