রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দূর্ঘটনায় মো: ফারুক (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
ফারুক আলেকজান্ডার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সুজন গ্রামের ছিদ্দিক মাষ্টারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার ২০ জানুয়ারী সকাল ৯.৩০ টার সময় ফারুক সাইকেল চালিয়ে তার বাড়ী থেকে পৌর আলেকজান্ডার বাজার আসার পথে রামগতি- লক্ষ্মীপুর সড়কের পৌরসভার পশু হাসপাতালের সামনে আসার পর লক্ষ্মীপুরগামী ঢাকা মেট্রো জ-১১-২৮-৬০ নম্বরের আনন্দ পরিবহনের গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা যায়। দূর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল প্রেরণ করে এবং গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রামগতি থানার এসআই মো: রফিক বলেন, দূর্ঘটনার পরপরই আমরা নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল পাঠাই এবং ঘাতক বাসটিকে আটক করি।
রামগতিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১
Thursday, June 8, 2023