কমলনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা:দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ (মঙ্গলবার) দুপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ  এ আয়োজনে করে। হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা জায়েদ হোছাইন ফারুকী।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার সোহেল পারভেজ, অধ্যক্ষ আবদুল মোতালেব ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন। এতে  বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবুনুর সেলিম, ও মাস্টার মফিজ উল্যাহ, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ