রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ মার্চ লক্ষ্মীপুর আগমন সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে রামগতি উপজেলা যুবলীগ এক জরুরী প্রস্তুতি সভার আয়োজন করেছে।
এ উপলক্ষে বুধবার (৮মার্চ) বিকাল ৫ টায় সমবায় হলরুমে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এম সোয়াইব খন্দকারের সঞ্চালনায় এবং উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবুল কাশেম নিজাম, চর বাদাম ইউনিয়ন আ’লীগের সভাপতি মোছলেহ উদ্দিন, সাধারন সম্পাদক ডা: আবদুল কাদের, পৌর যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন জিপু, সাধারন সম্পাদক মিলন, আলেকজান্ডার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর, সাধারন সম্পাদক নুরনবীসহ উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহিত হয় সকলের সর্বাতœক সহযোগীতায় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের ১২ মার্চ লক্ষ্মীপুরে আগমন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ মার্চ লক্ষ্মীপুর আগমন সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে রামগতি উপজেলা যুবলীগ যথাযথ দায়িত্ব পালন করবে।
প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে আগমনে রামগতি যুবলীগের প্রস্তুতি সভা
Sunday, May 28, 2023