১৮ মার্চ শনিবার রাত ১০ টায় উপজেলার রানীপুকুর ইউপি’র বহবলদিঘী উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ফারুক আযম। ইউপি সদস্য রাজা দশরত চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ফিরোজা বেগম সোনা। শেষে রাত ১১ টা হতে সারারাত ব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আপন যাত্রা ইউনিটের পরিবেশনায় ও অমৃত কুমারের পরিচালনায় অপার বাংলার বিখ্যাত নাট্যকার বাবু রঞ্জন দেবনাথ রচিত অনুসন্ধান নামের অশ্রু সজল একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়। আদিবাংলার সংস্কৃতি যাত্রাপালাটি হাজার হাজার নারী-পুরুষ দর্শক শ্রোতা সারারাত ধরে উপভোগ করেন। যাত্রা পালায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, সাংবাদিক এম এ কুদ্দুস সরকার, অমৃত কুমার রায়, রাজকুমার রায়, ইউপি চেয়ারম্যান ফারুক আজম, ইউপি সদস্য রাজা দশরত চন্দ্র, সাবেক ইউপি সদস্য মকছেদ আলী, ডাঃ সিরিশ চন্দ্র, ওয়াসিম আলী, আশরাফ আলী, সুরত চন্দ্র, অসীম কুমার, জয়রাম চন্দ্র, বিপ্লব মহন্ত, রতœা, মায়া, শিলা, মাহি, বৃষ্টি, কবিতা ও শিশু শিল্পি পারভেজ মোশারফ। সহযোগীতায় ছিলেন, মেকআপম্যান বুলু ভাই, আব্দুল খালেক, আবুল হোসেন মাষ্টার, প্রভাষক বিভূতি ভুষন সরকার ও হেমন্ত চন্দ্র সরকার। আপন যাত্রা ইউনিটের প্রোপাইটার এম এ কুদ্দুস সরকার বলেন, আগে যাত্রাপালা দেখে মানুষ কাঁদতো, সেখান থেকে মানুষ দেশ, সমাজ-সংস্কৃতি, সভ্যতা ও ব্যাক্তি জীবন সুন্দর ভাবে গঠনে শিক্ষা নিত। এখন যাত্রা মানে মানুষ অশ্লীলতা বোঝে। এ কুসভ্য গন্ডি থেকে বেরিয়ে আসতে এবং আদিবাংলার সংস্কৃতি এ যাত্রাকে সংস্কার করতে সমাজের শিক্ষিত মানুষদের এগিয়ে আসতে হবে। – See more at: http://www.fns24.com/details.php?nssl=eeeb942be2061263abfa942962627345&nttl=19032017114563#.WM7JzrglHIU
বিরলে আদিবাংলার সংস্কৃতি যাত্রাপালা অনুষ্ঠিত
বিরল, দিনাজপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উপলক্ষ্যে বিরলে হাজার-হাজার দর্শকের মনে দোলা দিয়ে আদিবাংলার সংস্কৃতি সম্পূর্ন অশ্লীলতা মুক্ত একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে।
Thursday, June 8, 2023