ভোলায় অবৈধ ইট ভাটায় সীলগালা ও জরিমানা

ভোলা প্রতিনিধি ॥ ভোলায় অবৈধভাবে লাইসেন্স বিহীন ইট প্রস্তুত করায় ভাটা সীলগালা ও  জরিমানা করেছেন করেন ভ্রাম্যমান আদালত। ১৮ মার্চ শনিবার দিনব্যাপী লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার ইট ভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, দুপুরের দিকে লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জের রওনক ব্রিকসে অবৈধভাবে লাইসেন্স বিহীন ইট প্রস্তুত করায় ড্রাম চিমনী গুড়িয়ে দেয়া হয় এবং অফিস কক্ষ সীলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়া বোরহানউদ্দীনের মালা ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪/৪ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ও মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। জেলা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে জানান জেলা প্রশাসন।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ