ভোলায় বঙ্গবন্ধুর জন্ম দিবসে মাবিসশিকস’র আলোচনা সভা

ভোলা প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে ভোলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কল্যাণ সমিতি। শুক্রবার বিকাল ৪ টায় ভোলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপস্থিত শিক্ষকরা বলেন বঙ্গবন্ধু এ দেশের আদর্শ। তিনি জন্ম না নিলে এই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না। বাঙালী জাতীয়তাবাদের সৃষ্টি হতো না। বাঙালীরা তাদের অধিকার ফিরেয়ে পেতো না। তাই তার জন্ম আমাদের এই জাতীর জন্ম খুবই গুরুত্বপূর্ণ। এই জন্মদিনকে নানা আয়োজনের মধ্য দিয়ে আমাদেরকে স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধুর জন্ম দিবস জাতিকে গুরুত্বের সাথে স্মরণ করতে হবে বলে বক্তারা মনে করেন।
সরকার এই দিনকে শিশু দিবস হিসেবে ঘোষণা করায় সরকারকে সাধুবাদ জানান বক্তারা। আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুর রহমান বাবুল, সম্পাদক আনোয়ার পারভেজ, সিনিয়র সহ-সভাপতি সত্যেন্দ্র নাথ দত্ত, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মুসরিন আক্তার, নির্বাহি সদস্য আবুল হোসেন পলাশ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন ও মিজানুর রহমান।

আরও পড়ুন

Tuesday, May 30, 2023

সর্বশেষ