এমদাদ হোসেন সজীব,স্টাফ রিপোর্টার, প্রয়াস নিউজ :প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মাগুরা যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে অপেক্ষা করছেন মাগুরাবাসী। এ উপলক্ষে নতুন সাজে সেজেছে মাগুরা শহর।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী মাগুরা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগের জনসভা থেকে ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৯টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাগুরা শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। তোরণের পাশাপাশি সরকারের উন্নয়ন কাজ তুলে ধরে বানানো ডিজিটাল ব্যানার, ফেস্টুনে ভরে গেছে গোটা এলাকা।
জনসভা সফল করতে ব্যাপক গণসংযোগ চালিয়েছে আওয়ামী লীগ। মাগুরার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকে জনসভায় অংশ নেবে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোটা এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকালে রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ভবনে একনেক মিটিং শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে মাগুরার যাবেন প্রধানমন্ত্রী। দুপুরে সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর আড়াইটার দিকে জনসভা মাঠে যাবেন তিনি।
এর আগে ১৯৯৮ ও ২০০৮ সালে মাগুরা আসেন বঙ্গবন্ধু কন্যা ।
এদিকে, মাগুরায় প্রধানমন্ত্রীর সফরের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন।