রামগতিতে শিশুকে গাছের সাথে বেঁেধ নির্যাতন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগতিতে শিপন (১২) নামের এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন করে তার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
শিপন চর বাদাম ইউনিয়নের চর সীতা গ্রামের মো: সিরাজের ছেলে।
গত বুধবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় একই গ্রামের পাশ^বর্তী বাড়িতে ৪০ টাকা চুরিকে কেন্দ্র করে ঐ গ্রামের সুজা মিয়ার ছেলে আবদুল্যাহ (৩০) , বাশারের ছেলে জাবেদ (১৯) ও জিয়াউর রহমান (৪২) তিনজনে মিলে জনৈক আবদুল্যার বাড়ীর সামনে শিপনকে গলায় জুতা পরিয়ে হাত পা খেজুর গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে নির্মম নির্যাতন করে। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে শিপনের মাথার চুল কেটে দেয়।
ঘটনার পর নির্যাতিত শিশুর পিতা মো: সিরাজ বাদী হয়ে রামগতি থানায় অভিযোগ দায়ের করে।
শিশু নির্যাতনের মামলার প্রেক্ষিতে রামগতি থনা পুলিশ জাবেদ ও আবদুল্যাহকে আটক করে।
এ বিষয়ে রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকবাল হোসেন বলেন, শিশু নির্যাতনের ঘটনাটি সত্য, নির্যাতিত শিশুর পিতার দায়ের করা মামালায় ঘটনায় জড়িত দুজনকে আটক করেছি।
চাঞ্চল্যকর শিশু নির্যাতনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ