দৌলতখানে যুবদল সম্পাদকের উপর যুবলীগের হামলা : মটর সাইকেল ভাংচুর

মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন : দৌলতখান  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ জুয়েল  তালুকদারকে পিটিয়ে আহত করেছে যুবলীগের ক্যডাররা। আহত  জুয়েল তালুকদার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আহত জুয়েল তালুকদার জানান,শনিবার দুপুর সাড়ে ১২ টার  সময় দৌলতখান থেকে  ভোলার উদ্দেশে রওয়ানা হয়ে চরপাতা সুবেদার  মোড়ে পৌঁছা মাত্রই উপজেলা যুবলীগের ক্যাডার সুমন ও আজগরসহ ১৫/২০ টি মটর সাইকেলযোগে  ৩০/৪০ জন ক্যাডারবাহিনী একযোগে এসে আমার গতিরোধ করে। একপর্যায়ে আমাকে মটর সাইকেল থেকে নামিয়ে এলোপাতারি কিল ঘুষি লাথি মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এসময় আমার মটর সাইকেলটি ভেঙে চুরমার করে ফেলে এবং মোবাইল ফোনটি নিয়ে যায়।
উল্লেখ,গত বৃহস্পতিবার রাত সাড় ৮ টার সময় ওই সন্ত্রাসীরা উপজেলা বিএনপি অফিসে হামলা-ভাংচুরের ঘটনা ঘটিয়ে জুয়েল তালুকদার ও যুবদল নেতা ঘাট কামালসহ ছাত্রদলের ২০ নেতা কর্মীদের গুরুতর আহত করেছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এনায়েত হোসেন জানান,খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

Tuesday, May 30, 2023

সর্বশেষ