বোরহানউদ্দিনে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলা

ভোলা প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদ পত্যাশী স্বাধীন চৌধুরী সুমনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। আহত ছাত্রদল নেতাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাদের হাত থেকে উদ্ধার করে। আহত সুমন ভোলা হাবিব ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছে। সুমন জানায়, শুক্রবার সন্ধা ৭ টার সময় বোরহানউদ্দিন চৌরাস্তায় অবস্থান করে রোজার বাজার কেনাকাটার সময় হঠাৎ উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ও পৌর ছাত্রলীগের সভাপতি মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর হকস্টিক, চাপাতি ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমার মোটর সাইকেলটি ভেঙ্গে চুরমার করে। পরে পুলিশ এসে মটর সাইকেলটি থানায় নিয়ে যায়। এদিকে হামলার ঘটনার পর থেকে ছাত্রলীগের ক্যাডারবাহিনী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় মহড়া প্রদর্শন করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল এ হামলার সাথে জড়িত নয় বলে দাবী করেছে।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ