ভোলার ঘুইংগার হাটের ইয়াবা ব্যবসায়ী সহিজলকে আটক

ভোলা প্রতিনিধি : ভোলার উওর দিঘলদী ও ঘুইংগারহাটের আলোচিত ইয়াবা ব্যবসায়ী সহিজলকে ৫৫ পিছ ইয়াবাসহ ভোলা থানা পুলিশ আটক করেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিওিতে ঘুইংগার হাট বাজার থেকে তাকে আটক করে পুলিশ। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান,সহিজল ঘুইংগারহাটসহ বিভিন্ন জায়গায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে আসছে। তাকে আটক করতে পুলিশ হন্য হয়ে খু্ঁজছিল। শুক্রবার গোপন সংবাদের ভিওিতে এস আই বশিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে।

এদিকে স্থানীয়  একাধিক ব্যক্তি  জানান,সহিজল  দীর্ঘ দিন যাবত ইয়াবা ব্যবসা করে আসলেও সম্প্রতি পার্শ্ববর্তী বিতর্কিত  নারী রেখা বেগমকে পরোকীয়া প্রেমিকা  বানিয়ে তার মাধ্যমে ইয়াবার বর বর চালান এনে বিভিন্ন জায়গায় বিক্র করত। তার কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ ।

আরও পড়ুন

Tuesday, May 30, 2023

সর্বশেষ