মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন ভোলা : ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উত্তর দিঘলদী কাওছারিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেনী পড়–য়া ছাত্রী সালমা আক্তার সাথীকে ইভটিজিং ও তার অবিভাকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
৮ মে সকাল সারে ৯টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ তৈয়বুর রহমান। বক্তব্যে তিনি বলেন, উক্ত মাদ্রাসার ছাত্রীদেরকে আসা-যাওয়ার সময় এলাকার কিছু বখাটে ছেলেরা বিভিন্ন ভাবে উত্যাক্ত করে, এতে বিদ্যালয়ে আসা ছাত্রীদের নিশ্চিত বিপদের আশংকা দেখা দেয়। বখাটেদের ভয়ে মাদ্রাসা ছাত্রীদের উপস্থিতি দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। গত ৪ মে ১টার সময় মাদ্রাসা ছুটির পর সালমা আক্তার সাথী বাড়ী ফেরার পথে জিশান(১৮) তার সহযোগী সুমন(২০), নাহিদ(২০), সুমন(১৯), রিয়াজ (১৮), জাহাঙ্গিরসহ করেকজন বখাটে মিলে তাকে ইভটিজিং করে থাকে। সাথী কোন রকম বখাটের হাত থেকে বেচে গিয়ে তার মায়ের কাছে বললে সাথীর মা লিলুফা বেগম বিষয়টি মাদ্রাসার সুপারের কাছে জানায়। এনিয়ে ক্ষিপ্ত হয়ে বখাটে জিশান ও তার সহযোগীরা, সাথী ও তার মা লিলুফার উপর বাড়ী ফেরার পথে অতর্কিত হামলা চালায়। লিলুফা বেগম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় বখাটে জিশান ও তার সহযোগী ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। যার নং জি.আর/১০২। এলাকার সাধারন জনতা বলেন, বখাটে ছেলেদের ভয়ে আমরা তাদের অন্যায় মূলক কর্মকা- দেখেও কিছু বলতে পারিনা। মাদ্রাসার ছাত্রীরা আসা-যাওয়ার পথে ওই বখাটেরা যে নির্লজ্জকর কা- করে তা দুঃখ জনক বিষয়। প্রতিবাদ করলেই হিতে বিপরীত হয়। তাই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবী জানাই তারা যেন এসব বখাটেদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে মাদ্রাসার ছাত্রীদের আসা-যাওয়ার পথে সুন্দর পরিবেশ সৃষ্টি করেন।
ভোলায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং ও হামলার প্রতিবাদে মানববন্ধন
Saturday, May 27, 2023