মনপুরায় আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলীর চরে আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার পথে মায়ের কোল থেকে পড়ে গিয়ে রাসেদ(১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১ টায় বিচ্ছিন্ন কলাতলীর চরের আবাসন এলাকা থেকে মনির বাজার কলাতলীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়নকেন্দ্রে যাওয়ার পথে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত রাসেদ মনপুরা ইউনিয়নের কলাতলী চরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিন ও জরিফা খাতুনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন জানান,  রাত ১ টায় আবাসন বাজার থেকে মনির বাজার কলাতলীর চর সরকারি বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার সময় শিশুটি মায়ের কোল থেকে পড়ে যায়।  তবে শিশুটি আগ থেকে অসুস্থ্য ছিল। পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়।

নিহতের ঘটনাটি মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্যা আলমগীর ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর কলাতলীচরের ইউনিট লিডার নাজিম উদ্দিন মুঠোফোনে এ প্রতিবেদক’কে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ