রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : মাছ চাষে ভরবো দেশ- গড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ জুলাই থেকে- ২৪ জুলাই পালিত হচ্ছে জাতিয় মৎস্য সপ্তাহ-২০১৭।
এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর নানান কর্মসূচী গ্রহন করেছে। সে মোতাবেক গত মঙ্গলবার ( ১৮ জুলাই ) সকাল ১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো : জসিম উদ্দিনের কার্যালয়ে উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন, দৈনিক মানব কল্যান ষ্টাফ রিপোর্টার মুহাম্মদ নিজাম উদ্দিন, দৈনিক বাংলাদেশ সময় জেলা প্রতিনিধি রিয়াজ মাহমুদ বিনু, দৈনিক ভোরের মালঞ্চ প্রতিনিধি রেজাউল হক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রাশেদ খাঁন হেলাল, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি আবদুল্যাহ আল নোমান, দৈনিক খবর প্রতিনিধি মনিরুল ইসলাম, নোয়াখালী মেইল প্রতিনিধি শাহীন শাহ প্রমূখ।
জাতিয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগতিতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়
Monday, May 29, 2023