ভোলায় বিয়ে করে পরিবারের খোঁজ নিচ্ছেনা স্বামী সাইফুল

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার উওর দিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম বিয়ে করে স্ত্রী ও সন্তানের খোজ নিচ্ছেনা বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ও স্বজনরা। স্ত্রী বিলকিছ বেগম অভিযোগ করেছেন, সাইফুল তার চাচাত ভাই। পারিবারিক ভাবে তার সাথ ২০০৪ সালে আমার বিবাহ হয়। বিয়ের কয়েক বছর পর আমার একটি ছেলে সন্তান জন্ম গ্রহন করে।  তার বয়স ৭বছর। সংসার চলছিল খুব ভাল ভাবেই। হঠাৎ ২০১৪ ইং সালে কাজের উদ্দেশে গোপালগঞ্জ গিয়ে আর এলাকায় আসছেনা সাইফুল।  বহু যোগাযোগেরর চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা । এমনকি তার মা ও ভাইদেরকে জানানোর পরেও তারা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিচ্ছেনা। বিগত কয়েক বছর তার যোগাযোগ  না পেয়ে স্ত্রী বিলকিছ স্বামীর বিরুদ্ধে ভোলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতে  দুটি মামলা দায়ের করেছে। এ ব্যপারে সাইফুলের মেজ ভাই নিরব জানান,সাইফুল আমার ভাই ঠিকই। আমাদের সাথে তার কোনরকম যোগাযোগ নেই। আমরা তার খোজ খবর নিতে গোপালগন্জসহ বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছি। আমার ভাই জীবিত  না মৃত তাও আমরা জানিনা।

এ দিকে বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান পর্যন্ত গড়ালে তিনিও সাইফুলের পরিবারকে ব্যাপক চাপ দিয়ে আসছেন। সর্বশেষ চেয়ারম্যান খোজখবর নিয়ে জানতে পারেন যে সাইফুল ১৪ সাল থেকে এলাকার সাথে যোগাযোগ রাখছেনা। এ মর্মে তিনি একটি প্রত্যয়নপত্রও দিয়েছেন।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ