ভোলা প্রতিনিধি ॥ দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে ভোলা সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ এ কমিটির অনুমোদন দেন।
জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ইব্রাহীম চৌধুরী (পাপন) ও সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দীর্ঘ অপেক্ষার পর ভোলা সরকারী কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। খাইরুল ইসলাম (তুহিন) কে সভাপতি, আমিনুল ইসলাম (ইভান) কে সাধারণ সম্পাদক এবং মোকাম্মেল হোসেন (আরিফ) কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ ফাহাদ হোসেন, মারুফ হোসেন (জনি)। যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন কিরন, ফাহমিদ হাসান ফাহিম। সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শরিফ, মোঃ আরমান চৌধুরী, শাওন আহমেদ (হাছিব), মোঃ ইউসুফ চৌধুরী (তানিম), ওমর ফারুক লোকমান ও ইব্রাহীম শুভ। আগামী ১ বছর এ কমিটি বলবৎ থাকবে।
ভোলা কলেজ ছাত্রলীগের কমিটি গঠন
Monday, May 29, 2023