রামগতি (লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন এমপির আশু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিগত কয়েকদিন থেকে তিনি ভাইরাল জ্বরে ভুগছেন।
গত শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা উপজেলা জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মো: আলমগীর হোসেন চৌধুরী ও স্থানীয় মুসল্লিরা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো: আবুল কালাম আজাদ।
রামগতিতে সংসদ সদস্যের সুস্থতা কামনায় দোয়া
Tuesday, May 30, 2023