রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা’ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়াজনে গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোহাম্মদ আবদুচ ছোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও মাধ্যমিক শিক্সা কর্মকর্তা।
মেলায় ১২ টি ষ্টলে আকর্ষনীয় দেশী বিদেশী উন্নতমানের গাছের চারা নিয়ে এসেছে নার্সারী মালিকরা।
রামগতিতে ৫ দিনব্যাপী বৃক্ষমেলা
Thursday, June 8, 2023