ভোলা প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আ:লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও শোক র্্যালী অনু্ষ্ঠিত হয়েছে । মঙলবার সকাল ১১ টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত দক্ষিণ দিঘলদীর কয়েকটি স্পটে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন । প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন,৭৫ এর পরাজিত শক্তি এদেশকে নিয়ে বারবার ষড়যন্ত্র করে আসছে। বঙবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তারা এখনো পাকিস্তান পাকিস্তানি করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে । তরুণ এই রাজনৈতিক ব্যক্তি হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ বানিজমন্ত্রী তোফায়েল আহমেদ এর জন্মস্থান দক্ষিণ দিঘলদীর মাটিতে কোন মাদক ব্যবসা, জুয়া চলবেনা । এমনকি দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তাকেও ছাড় দেওয়া হবেনা। পরে কামাল হোসেনের নেতৃত্বে একটি বিশাল র্্যালী দক্ষিণ দিঘলদী ও বাংলাবাজরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।