মুহাম্মদ নিজাম উদ্দিন রামগতি (লক্ষ্মীপুর ) প্রতিনিধি : “ সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ গড়ি ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে পালিত হয়েছে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস-২০১৭।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রাথমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ থেকে শুরু হওয়া বর্নাঢ্য র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো: আবদুল্যাহ এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মডেল পাইলটের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রমূখ।